খবর আজকাল :ভোট বড়ো বালাই, ভোটের দিন ঘোষণা হয়েছে, নভেম্বরের 3 তারিখে হরিয়ানার আদমপুর বিধানসভায় উপনির্বাচন সঙ্গে পঞ্চায়েত নির্বাচন ।অন্য দিকে দিকে হিমাচল প্রদেশে বিধানসভা ভোট 12ই নভেম্বর ।

এর মধ্য ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত এবং যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংহকে প্যারোলে ৪০ দিনের জন্য প্যারোলে মুক্তি দিয়েছে হরিয়ানার বিজেপি সরকার। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক । 
         Pic credit - Wikimedia Commons

 এর আগে গুজরাটে বিলকিচ বানূ ধর্ষন মামলায়  সাজা প্রাপ্ত আসামিদের মুক্তি দিয়ে মোদি অমিত শাহদের মুখ পুড়েছে । বিরোধী দলগুলোর অভিযোগ বিজেপি সরকার ধর্ষকদের
সঙ্গেই আছেন, তাদের দাবী আরো একবার জোরালো ভাবে প্রমাণ করলো  ।

এদিকে   প্যারোলে মুক্তির পর অনলাইনে ‘সৎসঙ্গ’ শুরু করেছেন ।আর  ধর্মীয় কর্মসূচিতে গুরমিতের কাছে আশীর্বাদ নেওয়ার অভিযোগ উঠেছে হরিয়ানার করনালের বিজেপি সাংসদ সঞ্জয় ভাটিয়া, করনাল পুরসভার মেয়র রেণুবালা গুপ্ত এবং ডেপুটি মেয়র নবীন কুমারের বিরুদ্ধে!

এর আগে পাঞ্জাব বিধান সভা ভোটের আগে যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংহকে 22দিনে প্যারোলে মুক্তি দিয়েছিল হরিয়ানার বিজেপির সরকার ।
হরিয়ানার সিরসায় ডেরা সচ্চা সৌদার মূল আশ্রমটি অবস্থিত। মুলত  পঞ্জাব ,হরিয়ানা ও হিমাচল প্রদেশে গুরমিতের  ভক্ত রয়েছেন। তাঁরা ধর্মগুরুর নির্দেশেই ভোট দেন বলে রাজনৈতিক কারবারিদের ধারণা ।২০১৭-য় বিজেপি-অকালি জোটকে সমর্থন করে ডেরা। কিন্তু ভোটে তেমন সুবিধা করতে পারেনি এই জোট। যেমন চলতি বছরে পঞ্জাবের ভোটে ডেরার সমর্থন পেয়েও ভরাডুবি হয়েছিল পদ্ম-শিবিরের।


প্রসঙ্গত  ২০০২ সালে নিজের ম্যানেজারকে খুন, এক সাংবাদিককে হত্যা ও ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত গুরমিত এখন যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত আসামী ।