খবর আজকাল :- শ্যাম্পুতে মিশেছে বেঞ্জিন নামের একটি উপাদান, ,যা থেকে তৈরি হতে পারে ক্যানসার-সহ বিভিন্ন জটিল রোগ। এমন অভিযোগে আমেরিকার সমস্ত বাজার থেকে একাধিক প্রসাধনী তুলে নেওয়া নির্দেশ দিল সে দেশের খাদ্য ও ঔষধ নিয়ামক সংস্থা ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ বা ‘এফডিএ। 
সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে একাধিক ‘রকাহোলিক’ শ্যাম্পু ও ‘এরোসল ড্রাই শ্যাম্পু’-র নাম। তালিকায় রয়েছে ইউনিলিভারের ডাভ, ট্রেসামে, নেক্সাস-এর মতো নামী ব্র্যান্ডও। তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই ২০২১ সালের অক্টোবরের আগে তৈরি ঐ সমস্ত ব্র্যান্ডের সমস্ত শ্যাম্পু বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন সংস্থা । 
  
    Image credit - india.com
প্রসঙ্গত এর আগে ২০২১ সালে একই ভাবে একই অভিযোগে একাধিক প্রসাধনী সামগ্রী বাজার থেকে তুলে নিতে দেখা গিয়েছিল জনসন অ্যান্ড জনসন, পি অ্যান্ড জি এবং ওল্ড স্পাইসের মতো একাধিক সংস্থাকে। পি অ্যান্ড জি বা প্রক্টর অ্যান্ড গ্যাম্বল নিজেদের সব প্রসাধনীর উপর বিশেষ পরীক্ষা চালিয়েছিল।


 তার পরই ডিসেম্বর মাসে বেঞ্জিন মেলায় বাজার থেকে তুলে নেয় প্যান্টিন অ্যান্ড হার্বল এসেন্সেস ড্রাই শ্যাম্পু। এফডিএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এইসব ‘ড্রাই শ্যা্পু’-তে প্রোপেন ও বিউটেন ব্যবহার করা হয়। এগুলি মূলত পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়। 

Image credit:- pexels.com 

পেট্রোলিয়ামের বিভিন্ন উপজাত পদার্থের মধ্যে অশুদ্ধি হিসাবে মিশে থাকে বেঞ্জিন। এই বেঞ্জিন এমন একটি উপাদান যার নিয়মিত সংস্পর্শে বিভিন্ন জটিল রোগ দেখা দিতে পারে দেহে। 

এমনকি লিউকিমিয়া বা রক্তের ক্যানসার সৃষ্টি করতে পারে। কী পরিমাণে বেঞ্জিন উপাদান ওই শ্যাম্পুগুলিতে পাওয়া গিয়েছে তা নির্দিষ্ট করে বলেনি , ঐ খাদ্য ও ঔষধ নিয়ামক সংস্থা ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ বা ‘এফডিএ। ( FDA ) 



Related Articles :-