খবর আজকাল :- দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে আপাতত টি-২০ বিশ্বকাপে শেষ চারের আশা জিইয়ে রাখল পাকিস্তান।
 বৃহস্পতিবার সিডনিতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে(DL) , দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে পাকিস্তান ৩৩রানে জিতে যায়। এই জয়ে আপাতত বিশ্বকাপে লড়াইয়ে টিকে থাকলো বাবর আজমের দল ।
               Image Credit: -AFP


 সিডনিতে এদিন পাকিস্তান টসে  জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন, এবং পাকিস্তান ৯ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে। দক্ষিণ আফ্রিকা রান তাড়া করতে নেমে ৯ ওভার খেলার পর মাঠে বৃষ্টি নামে ।বৃষ্টির জন্য ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকার টার্গেট দাঁড়ায় ১৪ ওভারে ১৪২। কিন্তু ১৪ ওভারে ব্যাট করার পর ৯ উইকেট হারিয়ে ১০৮ রানের বেশি তুলতে পারেনি। পাকিস্তান ৩৩ রানে জয় লাভ করে, সেই সঙ্গে বিশ্ব কাপে শেষ চারে লড়াইয়ে টিকে থাকলো ।


 পাকিস্তানের পক্ষ থেকে বড রান করেন ইফতিখার আহমেদ ৩৫ বলে ৫১,শাহদাব খান ২২ বলে ৫২ ,মহম্মদ হারিস ১১বলে২৮ রান করেন । দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে অ্যানরিক নোরতজে ৪ টি উইকেট তুলে নেন ।অন্য দিকে দক্ষিণ আফ্রিকার দলের ব্যাটাররা পাকিস্তানের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি ।অধিনায়ক বাভুমাই করেন ১৯বলে ৩৬ রান ।আইদেন মারক্রম১৪বলে ২০ রান , ও ট্রিস্টান স্টাবস ১৮বলে ১৮রান এবং হেনরিক ক্লাসেন ১৫ । ট্রিস্টান স্টাবস কিছু টা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই প্রতিরোধ কোন কাজে আসেনি । পাক পেসার শাহিন শাহ আফ্রিদি একাই তুলে নিলেন তিন উইকেট। ২ উইকেট পান শাহদাব  ।
ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শাহদাব খান ।

 দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই পাকিস্তান ওঠে এলো গ্রুপ টু-র পয়েন্ট টেবিলে তিনে । অন্য দিকে বাংলাদেশের পয়েন্ট চার ।পাকিস্তানকে সেমিফাইনালে পৌঁছতে গেলে পাকিস্তানকে রবিবার বাংলাদেশকে হারাতেই হবে। পাকিস্তানকে রবিবার বাংলাদেশকে শুধু হারালেই হবে না, ভারতের হারতে জিম্বাবোয়ের কাছে অথবা দক্ষিণ আফ্রিকা তাদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারাতে হবে ।দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ম্যাচে যদি কোনও ফল না হয়, তাহলে পাকিস্তানকে কিন্তু বড় মার্জিনেই হারাতে হবে বাংলাদেশকে। কারণ দক্ষিণ আফ্রিকা রান রেটে এগিয়ে।শেষের ম্যাচের হিসেবে গুলো কঠিন হতে চলেছে । তাই আগামী ম্যাচ গুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে পাকিস্তানের কাছে । 



খবর আজকাল এ আরো পড়ুন