Image credit Wikimedia. Commons
প্রসংগত
বেশ কয়েক বছর আগে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় উঠে আসে সালমান খানের নাম।
সেখান থেকেই বিষ্ণোই গ্যাংয় সালমান খান কে টার্গেট করে এবং একাধিক বার তার উপর হামলার চেষ্টা করে ।
একাধিক ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বাড়ানোর পরেও সলমনের প্রাণের ঝুঁকি থেকেই যাচ্ছে। সে জন্য মহারাষ্ট্র সরকার তৎপরতার সঙ্গে সলমন খানের নিরাপত্তার ব্যবস্থা করেন ।
এর ফলে অভিনেতাকে Y+ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার কথা ঘোষনা করল মুম্বই সরকার । এর আগে
আর কঙ্গনা রানাওয়াত কে এই Y+ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে ।
[খবর আজকাল এ আরো পড়ুন ডায়াবিটিস এখন শিশুদের শরীরেও! কোন কোন লক্ষণ দেখলেই সতর্ক হতে হবে? Diabetes in Kids.
মহারাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে থেকে জানানো হয়েছিল, নিজেদের শক্তি প্রদর্শন করতেই হুমকি চিঠি পাঠানো হয়েছিল সলমন এবং তাঁর বাবাকে। এই জন্য সতর্কতা মূলক হিসাবে সালমান খান কে
Y+ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ।
এবার থেকে সালমান খানের নিরাপত্তার দায়িত্বে থাকবেন
, ১২ জন সশস্ত্র পুলিস, আরো থাকবেন কমান্ডো বাহিনী
এছাড়াও তার নিজস্ব নিরাপত্তা রক্ষী।
প্রসঙ্গত, সালমান খান হুমকি চিঠি পাওয়ার পর থেকে নিজেই অতিরিক্ত সাবধানী হিসাবে বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করছেন , নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি আদায় করেছেন।
এমনকি প্রতি বার ইদেও গ্যালাক্সির ব্যালকনি থেকে ভক্তদের দেখা দিলেও গত ইদেও গ্যালাক্সির ব্যালকনি তে এসে ভক্তদের সামনে দেখা দেননি ।
খবর আজকাল এ আরো পড়ুন
0 মন্তব্যসমূহ