খবর আজকাল: মুদ্রাস্ফীতির পরিস্থিতির মধ্যেই স্বস্তির খবর শ্রীলঙ্কায়।এই মাসের শুরুতে ১০ শতাংশ হ্রাস পেয়েছিল জ্বালানির দাম তার পর আবার গত সোমবার 40টাকা করে কমে গেল পেট্রোলের দাম।
ফলে বর্তমানে শ্রীলঙ্কায় লিটার প্রতি পেট্রোলের দাম হল ৩৭০ টাকা।
বিশ্ব ব্যাঙ্ক শ্রীলঙ্কার অর্থনীতি নিয়ে শঙ্কিত ছিল ।
তবে দেশে মুদ্রাস্ফীতি শুরু হওয়ার আগে থেকেই পেট্রোলের দাম প্রায় দ্বিগুন হারে বৃদ্ধি পায়। কিছু দিন আগে পর্যন্ত দেখা গিয়েছে, শ্রীলঙ্কায় প্রতিটি পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন। কিছু কিছু গাড়ির চালক কয়েক দিন পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকে গাড়িতে তেল ভোরেছেন
। এদিকে জ্বালানির জোগানেও ঘাটতি ছিল ।
যে কারণে পাম্পের বাইরে দীর্ঘ্য লাইনে থেকে তেল নিতে হচ্ছিল ,সেই সমস্যা কিন্তু এখন একটু একটু করে স্বাভাবিক হয়ে আসছে । জ্বালানির অভাবে
যে যাত্রী পরিবহণ বন্ধ ছিল , সেটা এখন আর নেই
এখন পরিবহন ব্যবস্থা স্বাভাবিক । দেশে এখনো ও মুদ্রাস্ফীতির হার ৭০ শতাংশের বেশি
একদিকে করোনা মহামারী অন্য দিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এর ফলে শ্রীলঙ্কায় মুদ্রাস্ফীতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়।এর জন্য রাজাপাকসের সরকারের নীতি কে দায়ী করা হয়।
2019সালে রাজাপাকসে শ্রীলঙ্কার ক্ষমতায় এসে কর হ্রাস করে, এর ফলে আর্থিক ঘাটতি দেখা দেয় এই ঘাটতি মেটাতে চিনের থেকে যে 51বিলিয়ন ডলার ঋণ নিয়েছিল।সেই ঋণ মেটাতে গিয়ে যত সমস্যা, শ্রীলঙ্কা আর্থিক ভাবে দেউলিয়া হয়ে যাই যদি ও সেই ঋণ পুরোটাই মেটানো সম্ভব হয়নি শ্রীলঙ্কা পক্ষে ।
0 মন্তব্যসমূহ