খবর আজকাল : যাত্রায় বড়ো পরিবর্তন আনলো সৌদি সরকার ।মহিলাদের হজ পালনের জন্য বড়ো পরিবর্তন আনলো সৌদি আরব সরকার ।এর আগে হজ কিম্বা  ওমরাহ  পালনের জন্য মহিলাদের যেকোন একজন পুরুষ অভিভাবক বাধ্যতামূলক ছিল ।  
             Image credit - Flickr .com

সম্প্রতি সৌদি আরব সরকার জানিয়ে দিয়েছে যে, এবার থেকে মহিলাদের আর কোনও পুরুষ অভিভাবক বাধ্যতামূলক নয় , মহিলারা ইচ্ছা করলে  তাঁরা নিজেরাই হজ করতে আসতে পারেন। হজ মন্ত্রীর প্রাক্তন উপদেষ্টা ইব্রাহিম হুসেন জানিয়েছেন যে, যারা পুরুষ অভিভাবকের অভাবে হজে আসতে পারে না, তাদের হজে আসতে আর কোনো বাধা রইল না ।  সৌদি আরব প্রশাসন মহিলাদের সম্পুর্ন নিরাপত্তা দিতে বদ্ধপরিকর ।
হজ করতে এসে মহিলাদের যাতে কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়, তার জন্য আইন প্রণয়ন করা হবে বলে জানানো হয়েছে ।