খবর আজকাল :- দুর্নীতি সহ একধিক ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি ।তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করতে বিজেপি ,সিপিএম এবং কংগ্রেসের মতো বিরোধী দলগুলি মরিয়া হয়ে উঠেছে ।  একই লক্ষে ঝাপিয়ে পড়লো আম আদমি পার্টি ।        image credit -wikimedia commons.

 আম আদমি বর্তমানে দিল্লি এবং পঞ্জাবের বুকে ক্ষমতায়,অন্য দিকে গুজরাট কে বিজেপি মুক্ত করতে ইতিমধ্যে ঝাপিয়ে পড়েছে অরবিন্দ কেজরীওয়ালের দল আম আদমি পার্টি (AAP) । সেখানে বিজেপি কে উৎখাত করতে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল সহ একাধিক বড়ো বড়ো নেতা জনসভা করছেন । 


এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়ালের দল তাদের সংগঠন বিভিন্ন রাজ্যে জোরদার করতে উঠেপড়ে লেগেছে । কলকাতার পাশাপাশি এবার জেলাগুলিতেও দফতর খোলার উদ্যোগ নিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি । সেই হিসেবে গত কয়েক দিনধরে বিভিন্ন জেলাতে তারা দলীয় কার্যালয় উদ্বোধন করে চলেছেন । দলীয় কার্যালয় উদ্বোধন করতে গিয়ে আপ নেতা সঞ্জয় বসু বলেন, “আমরা ধীরে ধীরে বাংলায় সংগঠন তৈরি করে চলেছি। তবে এক্ষেত্রে অনেক মানুষ রয়েছেন, যারা আমাদের দলের সঙ্গে যোগ দিতে চান। কিন্তু একটা রাজ্য দফতর না থাকায় অনেক অসুবিধা সৃষ্টি হচ্ছে। সেই উদ্দেশ্যেই এবার কলকাতায় কার্যালয় উদ্বোধন করা হলো।


 ডানলপে দলীয় কার্যালয় উদ্বোধন করতে এসে আপ নেত্রী তুলিকা অধিকারী বলেন, “বাংলার প্রতিটি মানুষের কাছে দ্রুত পৌঁছে যাওয়াই হলো আমাদের উদ্দেশ্য। সেই কারণে জেলা জুড়ে দলীয় কার্যালয় তৈরি করা হচ্ছে । এভাবে বাংলায় আমাদের দলের তরফ থেকে একের পর এক কাজের বিস্তার ঘটানো হবে।” 

                Image credit -Nitter

 বিশেষজ্ঞদের মতে, দিল্লি এবং পঞ্জাবে যেভাবে শিক্ষা, স্বাস্থ্য, দ্রব্যমূল্য বৃদ্ধি , দূর্নীতি ও অন্যান্য একাধিক ইস্যুকে কেন্দ্র করে ক্ষমতায় আসেন অরবিন্দ কেজরিওয়াল, ঠিক একই ভাবে রাজ্যেও এ সকল বিষয়কে সামনে এনে লড়াই করতে চলেছে তারা। প্রসংগত, দিল্লিতে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা ,বিদ্যুত বিল সারা দেশে চর্চার কেন্দ্র বিন্দু , দিল্লির মানুষের সন্তুষ্টীর গল্প শুনিয়ে গুজরাটে বিজেপি কে ধরাশায়ী করতে উঠেপড়ে লেগেছে আম আদমি পার্টি  । -.


Related Articles :-