খবর আজকাল :- কথাই বলে ভালোবাসাই সব কিছু সম্ভব সেখানে বয়স একটা সংখ্যা । তেমন টাই করে দেখালেন কেরালার এক মহিলা ।
মহিলার ষাটোর্ধ্ব স্বামী কিডনির সমস্যায় ভুগছিলেন দীর্ঘ দিন ধরে ।98 বার ডায়ালিসিস ও হয়েছে তাঁর। স্বামীকে নিয়ে ডায়ালিসিস করাতে যখন নিয়ে যেতেন, তখন বাইরে ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষা করতেন স্ত্রী। স্বামীর কষ্ট সহ্য করতে পারতেন না স্ত্রী। , শুধু ভাবতেন এই যন্ত্রণা আর কত দিন বয়ে বেড়াতে হবে ।এক দিন সিদ্ধান্ত নিলেন
Pic credit - indianexpress.comনিজের কিডনি দিয়ে স্বামীর এই যন্ত্রণা থেকে মুক্তি দেবেন ।যেমন ভাবনা তেমন কাজ বয়সের কথা না ভেবেই সরাসরি চলে গেলেন কেরালার , কোচির এক হাসপাতালে। ডাক্তারা সব পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তারা ঐ মহিলাকে কিডনি দানের ছাড়পত্র দেন , যদিও এই ছাড়পত্র পেতেও দুই মাস সময় লেগেছিল ।
তিন হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে, দেশের সবচেয়ে বড়ো শপিং মল । Lulu Group International .
কোচির ঐ হাসপাতালেই কিডনি প্রতিস্থাপন করা হয়েছে।
সূত্রেরখবর, কোচির এই হাসপাতালে তাঁরাই প্রথম প্রবীণ কিডনি গ্রহীতা ও দাতা। তাদের দু’জনেরই বয়স প্রায় 70 ছুঁইছুঁই।কিডনি গ্রহীতা ও দাতা দুজনেই সুস্থ আছেন ।
আরো পড়ুন
দিল্লিতে বৌদ্ধ সন্ন্যাসিনী ছদ্মবেশে, চিনা মহিলা গ্রেফতার। Chinese spy
লিও নামের এক টুইটার ব্যাবহারকারি তার বাবা মার ভালবাসার মর্মস্পর্শী কাহিনি তুলে ধরেছেন। গোটা কাহিনি তুলে ধরার পর লিও লিখেছেন, ‘‘এর থেকে ভাল প্রেমের কাহিনি আমার জানা নেই।’’ ।
0 মন্তব্যসমূহ