খবর আজকাশ :- রবিপ্রকাশ মীনা , দিল্লির সেনা ভবনের কর্মী ,তার বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তানী গুপ্তচরের মাধ্যমে দেশের নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য পাচার করার মারাত্মক অভিযোগ । দেশদ্রোহী আইনে তাকে গ্রেফতার ও করা হয়েছে । আপাতত তিনি জেলে ।

                    প্রতীকী ছবি  

 ঘটনা হলো, ৩১ বছরের রবিপ্রকাশ মীনা , রাজস্থানের কারাউলি জেলার সাপোতারা গ্রামের বাসিন্দা মীনা দিল্লির সেনা ভবনের চতুর্থ শ্রেণির কর্মী। ফেসবুকের মাধ্যমে অঞ্জলি তিওয়ারি নামের এক মহিলার সঙ্গে পরিচয় ঘটে, ঐ মহিলা নিজেকে ভারতীয় সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে কথাবার্তা শুরু করেন । তার পর আস্তে আস্তে তাঁর সঙ্গে প্রেম বিনিময় ঘটে । এবং দীর্ঘ দিন ধরে বিভিন্ন অন্তরঙ্গ মুহূর্তও কাটিয়েছেন দু’জনে মিলে । ভিডিও কলে ও তার সাথে সব সময় যোগাযোগ ছিল । রবিপ্রকাশ মীনা মনে করতেন তার মত তার প্রেমিকা ,অঞ্জলি ও তাকে পাগলের মতো ভালোবাসে । 


কিন্তু সেই ঘোর কাটল পুলিশ যখন গ্রেফতারি পরোয়ানা নিয়ে মীনার বাড়িতে হাজির হলেন । তিনি বিশ্বাসী করতে পারছে তার প্রেমিকা এক পাকিস্তানী গুপ্তচর ।মীনা জানতে পারলেন,তার বিরুদ্ধে দেশদ্রোহী আইনে অভিযোগ দায়ের হয়েছে । তাঁর বিরুদ্ধে সেনাবাহিনীর কৌশলগত এবং স্পর্শকাতর তথ্য পাকিস্তানের গুপ্তচরকে পাচার করার অভিযোগ নিয়ে আসা হয়েছে ।


 রাজস্থানের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ উমেশ মিশ্র গ্রেফতার করেন মীনাকে। উমেশ জানিয়েছেন, মীনা সেনা সংক্রান্ত তথ্য পাচার করতেন সামাজিক মাধ্যমে। তার বিনিময়ে নিয়মিত অর্থও আসত রবিপ্রকাশ মীনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এদিকে ,রবিপ্রকাশ মীনা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না তাঁর সঙ্গে পরিচয় গোপন করে প্রতারণা করেছেন তাঁর ‘প্রেমিকা’। যাঁর সঙ্গে এত ঘনিষ্ঠ মুহূর্তযাপন সেই ‘প্রেমিকা’ই গুপ্তচর! বিশ্বাসই হচ্ছে না সেনাকর্মীর। এবং সেনা সংক্রান্ত যে সব কথা তিনি তার প্রেমিকাকে জানিয়েছিলেন সেই সবই এখন তাঁর বিপদ হয়ে দাঁড়িয়েছে। 


 প্রসঙ্গত, এই একই অভিযোগে গত পাঁচ বছরে দেশের আরও ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এঁদের বেশিরভাগ সেনাকর্মী। এঁরা প্রত্যেকেই কোনও না কোনও মহিলার সঙ্গে সম্পর্কের প্রলোভনে জড়িয়ে তাদের পাতা ফাঁদে পা দিয়েছেন। পাক মহিলা গুপ্তচরদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে দুর্বল মুহূর্তে, দিয়ে ফেলেছেন সেনা সংক্রান্ত অনেক জরুরি তথ্য। এই গুপ্তচরদের অনেকে পাকিস্তানের ইন্টারসার্ভিস ইন্টেলিজেন্সের সদস্যও ছিলেন বলে জানা গেছে ।



Related Articles :-