খবর আজকাল :- উত্তরপ্রদেশের এক সরকারি চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে ।
 উত্তরপ্রদেশের শাহজাহানপুরের সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক করণ গুপ্ত পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন, বিজেপি নেতা রাজকমল বাজপেয়ী তাঁকে পিস্তল দেখিয়ে । খুনের হুমকি দিয়েছেন।
  Image credit- pexels.com (প্রতীকী ছবি )

সেই অভিযোগে শাহজাহানপুর মহানগর বিজেপির সহ-সভাপতি রাজকমলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এবং পুলিশ তদন্ত শুরু করে দিয়েছেন । 
 শাহজাহানপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার জানান, "আনশুল অগ্নিহোত্রী নামের এক ব্যাক্তি কে বুকে ব্যথার কারণে রবিবার মধ্যরাতে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানোর জন্য আনা হয়েছিল। রোগীর চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতালে মধ্যে হাঙ্গামা শুরু করেন বিজেপি নেতা রাজকমল বাজপেয়ী"।
 
             Image credit -Twitter

 পুলিশ সুপার সঞ্জয় কুমার আরো জানান, , ‘‘পুলিশের কাছে দায়ের করা এফআইআরে চিকিৎসক গুপ্ত জানিয়েছেন, প্রথমে তাঁর ঘাড় এবং জামার কলার চেপে ধরে হেনস্থা করেন রাজকুমার । এর পর পিস্তল উঁচিয়ে গুলি করার হুমকি দেন। যদিও সে সময় রোগীকে প্রাথমিক চিকিৎসার পরে ইসিজি করতে পাঠানো হয়েছিল। 
আমরা অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছি।’’ 
 এদিকে রাজকমল বাজপেয়ী বলেন, ‘‘অগ্নিহোত্রীর পরিবার আমার পরিচিত। তাঁরা অভিযোগ করেছিলেন হাসপাতালে চিকিৎসার অবহেলা হচ্ছে। তাই খোঁজ নিতে গিয়েছিলাম। কাউকে হেনস্থা করিনি।’’ তিনি আরো বলেন, ‘‘হাসপাতালে গিয়ে দেখতে পাই রোগীর চিকিৎসা করার বদলে ওই ডাক্তার বসে মোবাইলে গেমস খেলছেন। তাই তাঁকে দায়িত্ব পালন করতে বলেছিলাম। তখন তিনি আমাদের জানান, ওখানে চিকিৎসা সম্ভব নয়, রোগীকে অন্য কোথাও নিয়ে যেতে। এর পর রোগীকে নিয়ে যাওয়ার জন্য একটি স্ট্রেচারের ব্যবস্থা করতে বলায় তিনি আমাদেরই স্ট্রেচার খুঁজে নিতে বলেন। শেষ পর্যন্ত রোগীকে নিজেদের উদ্যোগে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।’’

খবর আজকাল এ আরো পড়ুন