খবর আজকাল : পাকিস্তান এবং নেদারল্যান্ডসকে হারিয়ে ভারতীয় টি-টোয়েন্টি দল বিশ্বকাপে ভালো ভাবেই অভিযান শুরু করেছিল । ঐ দুই ম্যাচে প্রথম একাদশও রেখেছিল অপরিবর্তিত ।  
    Image credit -  Wikimedia Commons

কিন্তু  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ম্যাচে অক্ষর প্যাটেলের জায়গায় দীপক হুডাকে একটা সুযোগ দিয়েছিলেন রহিত শর্মা কিন্তু দীপক হুডা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন।  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দল দেখে ওয়াসিম জাফর বিস্মিত হয়েছন
। ম্যাচের শুরুতে সবাই ভেবেছিলেন দীপক হুডাকে অলরাউন্ডার হিসাবে দলে নেওয়া হয়েছে   । কিন্তু ক্যাপ্টেন রহিত শর্মা, দীপক হুডাকে বোলার হিসেবে ব্যবহারই করেননি । 

      Image credit -  Wikimedia Commons

এহেন পরিস্থিতিতে ওয়াসিম জাফর প্রশ্ন তুলেছেন দীপক হুডা প্রথম একাদশে অন্তর্ভুক্তি নিয়ে । ওয়াসিম জাফর বলেন , “যদি দীপক হুডাকে দিয়ে বোলিংই না করানো হয় তাহলে আমার মতে পন্থকেই দলে নেওয়া উচিত ছিল " 
প্রসংগত পন্থ আগে অস্ট্রেলিয়ার পরিবেশ পরিস্থিতিতে রান করেছে কিন্তু দীপক হুডা অস্ট্রেলিয়ায় কোনওদিনও খেলেননি। এক জন বোলার পাওয়ার সুবিধা যাদি না নিতে হয় তাহলে একজন বাঁ-হাতি ব্যাটারের উপস্থিতি তো অবশ্যই কাম্য। 
 ওয়াসিম জাফর ,লোকেশ রাহুলের ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন, তার মতে রাহুলের ফর্ম বিশ্বকাপে ভারতীয় দলের ভোগাচ্ছে । লোকেশ রাহুলকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন ।ওপেনিং সঙ্গী হিসাবেই পন্থকে নেওয়ার কথা বলেছিলেন এখনো পর্যন্ত লোকেশ রাহুল বিশ্বকাপের ৩টি ম্যাচেই সম্পূর্ণ ব্যর্থ হয়েছে । ভারতের পরবর্তী ম্যাচ দুটি হলো বাংলাদেশ এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে গেলে ভারতকে দুটি ম্যাচেই জিততে হবে । সে ক্ষেত্রে ওয়াসিম জাফর মনেকরেন পন্থকে রাহুলের জায়গায় ওপেন করানো হোক এবং অক্ষর প‍্যাটেলকে ফেরত আনা হোক তাহলে ভারতীয় দলের দুজন বাঁ-হাতি ব্যাটার পাবে , যা ভারতের পক্ষে সব থেকে শক্তিশালী দলটি মাঠে নামানো হবে ।

খবর আজকাল এ আরো পড়ুন