চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের বিরুদ্ধে এক বিরল বিক্ষোভ হয়েছে। এই বিক্ষোভে তার কর্তৃত্ববাদী শাসন এবং কঠোর জিরো-কভিড নীতির প্রতিবাদ করা হয়েছে। সূত্র : রয়টার্স।
খবরে বলা হয়, বৃহস্পতিবার টুইটারে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে বেইজিংয়ের উত্তর-পশ্চিমের হাইদিয়ান এলাকার একটি সেতুতে বিক্ষোভকারীদের দুটো ব্যানার ঝুলতে দেখা গেছে।

তার একটিতে লেখা ছিল; ‘কোনো কভিড পরীক্ষা নয়, আমরা খেতে চাই। কোনো কড়াকড়ি নয়, আমরা স্বাধীনতা চাই। কোনো মিথ্যা নয়, আমরা মর্যাদা চাই। কোনো সাংস্কৃতিক বিপ্লব নয়, আমরা সংস্কার চাই।

কোনো নেতা নয়, আমরা ভোট চাই। আমরা দাস না, নাগরিক হতে চাই। ’ অপর ব্যানারটিতে অধিবাসীদের কর্মক্ষেত্রে, স্কুলে ধর্মঘটে নামার আহ্বান জানিয়ে বলা হয়, ‘স্বৈরশাসক ও জাতীয় বিশ্বাসঘাতক শি জিন পিংকে ক্ষমতা থেকে সরিয়ে দিন। ’ কয়েকটি ভিডিওতে দেখা গেছে, সেতুটি থেকে ধোঁয়ার কুন্ডলী উড়ছে এবং লাউডস্পিকারে বিক্ষোভের  স্লোগানের ভয়েস রেকর্ডিং বাজছে।

তবে বিবিসি সাংবাদিকদের একটি দল পরে ওই জায়গায় গিয়ে বিক্ষোভের কোনো চিহ্ন পায়নি। সেখানে পুলিশের উপস্থিতি দেখা গেছে। ফলে ধারণা করা হয়, কর্তৃপক্ষ খুব দ্রুতই বিক্ষোভ থামিয়ে দিয়েছে। উল্লেখ্য, চীনা কমিউনিস্ট পার্টির সপ্তাহব্যাপী ২০তম পার্টি কংগ্রেস রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে শুরু হতে যাচ্ছে আগামী রবিবার। এই কংগ্রেসকে সামনে রেখে এ বিরল বিক্ষোভের কথা জানা গেল।