খবর আজকাল:- বিতর্ক থামার কোনও লক্ষণ নেই। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র এখন আরো আক্রমণাত্মক। প্রসঙ্গত রাজ্য বিজেপির নতুন কোর কমিটিতে জায়গা না পেয়ে গত বুধবার প্রথমে ফেসবুকে পরে সাংবাদিক সম্মেলন করে বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বকে আক্রমণ করেন , রাজ্য নেতৃত্বকে অযোগ্য বলে দাবি করেন । তার আক্রমণের মূল লক্ষ্য ছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।
পরে আর এক প্রস্থ আক্রমন করতে দেখা যাই সৌমিত্রকে। সৌমিত্র বলেন" দিলীপ-শুভেন্দু ছাড়া কাউকে নেতা মানি না"
রাজ্য বিজেপি যে ছন্নছাড়া, কোন শৃঙ্খলা নেই, তা
তা অতীতে বিভিন্ন নেতাদের বিদ্রোহী মনোভাবে দেখা গেছে ।
বৃহস্পতিবার বিধানসভার বাইরে সংবাদমাধ্যমের
এক প্রশ্নে উত্তরে বললেন ‘‘ভাই সৌমিত্র যে মন্তব্য করেছেন, তাতে আমার সমর্থন নেই। কারণ দলের অন্দরেই যখন বলার জায়গা রয়েছে, তখন ওঁর দলের ভিতরে সে কথা বলা উচিত।’’ নন্দীগ্রাম বিধায়ক আরও বলেন, ‘‘এই মুহূর্তে সাংগঠনিক কাজে অনেক কেন্দ্রীয় নেতা রাজ্যে রয়েছেন। আর প্রত্যেক রাজনৈতিক নেতার কাছেই সৌমিত্রের পক্ষে পৌঁছানো সম্ভব। তাই আমি ভাই সৌমিত্রকে বলব, সেই নেতাদের সঙ্গে কথা বলুন।’’ এখন দেখার সৌমিত্র খাঁ কি পদক্ষেপ নেন।
0 মন্তব্যসমূহ