খবর আজকাল :- আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি টিকটিকি উপদ্রপ লক্ষ্য করা যায়। টিকটিকি এমন একটি প্রাণী যারা সরাসরি আমাদের কোন ক্ষতি করে না, কিন্তু এদের উপস্থিতি, আমাদের কে বিরক্ত লাগে । এবং এরা রোগ ছড়াতে সাহায্য করে । এবং কোন খাবারের উপরে পড়লে ও সেটা ক্ষতির কারণ হয়ে উঠতে পারে ।আবার অনেকে এই টিকটিকি দেখে ভয় পান । 
       Image credit -pexels.com 

 আজ আমরা আপনাকে এমন উপায় বলবো, যার দ্বারা সহজেই আপনি টিকটিকির হাত থেকে মুক্তি পেতে পারেন । 
 উপায় গুলো হল :-


 ১. গোলমরিচ:- টিকটিকি , গোলমরিচের গন্ধ একেবারেই সহ্য করতে পারেনা। তাই আপনাদের বাড়িতে যে সকল জায়গায় টিকটিকির উপদ্রব আছে সেই সব জায়গায় গোলমরিচ গুঁড়ো জলের সাথে মিশিয়ে স্প্রে করতে পারেন।তাহলে টিকটিকি টিকটিকির উপদ্রব কম হবে । 
 ২.রসুন :- রসুনের ঝাঁঝালো গন্ধ টিকটিকি একেবারেই নিতে পারে না। তাই আপনারা যদি কয়েকটা রসুন জলের সাথে মিশিয়ে স্প্রে করতে পারেন তাহলে টিকটিকি দূর হবেই হবে । 


 ৩. কেরোসিন:- আপনার বাড়ি থেকে টিকটিকি দূর করতে হলে যদি সম্ভবপর হয় তাহলে ঘর, বারান্দা ও দেওয়াল যেখানে টিকটিকির উপদ্রব বেশি, সেখানে ভালো করে কেরোসিন তেল দিয়ে মুছুন। কেরোসিন তেলের উগ্র গন্ধে টিকটিকি পালাবে ।
 ৪.কর্পূর :- টিকটিকির হাত থেকে বাঁচার জন্য আপনি কর্পূর ব্যবহার করতেই পারেন। ঘরের কোনায় কোনায় কর্পূর রাখলে তার ঝাঁঝালো গন্ধে টিকটিকি সহ অন্যান্য পোকামাকড়ও পালাবে ।


  ৫.পেঁয়াজ :- পেঁয়াজের গন্ধ টিকটিকি মোটেই সহ্য করতে পারে না। তাই কয়েক টুকরো পেঁয়াজ ঘরের যে সমস্ত জায়গায় টিকটিকির উপদ্রব আছে , সেখানে রেখে দিন। টিকটিকি একেবারেই পালাবে।
  ৬. তামাক :- খানিকটা তামাকের সঙ্গে সামান্য পরিমান কফি মিশিয়ে ছোটো ছোট বলের মতো করে নিন। তারপর সেগুলিকে ঘরের যে সমস্ত জায়গাতে টিকটিকির উপদ্রব সেখানে রেখে দিন । দেখবেন টিকটিকির উপদ্রব কমে যাবে।


Related Articles :-