মুম্বইয়ের আন্ধেরির পূজা শাহ নামের এক মহিলা , পরিবারের সাথে দীপাবলি পালনের জন্য অনলাইনে মিষ্টি অর্ডার করেছিলেন। মিষ্টির দাম ছিল মাত্র এক হাজার টাকা ।দাম ও দিতে গিয়েছিলেন অনলাইনে । তখনই ঐ পূজা শাহ নামের মহিলা অনলাইনে প্রতারণার শিকার হন বলে অভিযোগ ।অনলাইন প্রতারণার শিকার ওই মহিলা পুলিশের দ্বারস্থ হয়েছেন।
Image credit pexels.com
সূত্রেরখবর, অনলাইনে প্রথম বারই তাঁর টাকা পাঠানোর প্রচেষ্টা ব্যর্থ হয়। এর পর যে দোকান থেকে তিনি মিষ্টি অর্ডার করেছিলেন, সেই দোকানের একটি নম্বর অনলাইনে খুঁজে পান । তারপর দোকানের সেই নম্বরে ফোন করেই সমস্যায় পড়েন ।
[খবর আজকাল এ আরো পড়ুন পাকিস্তানি গুপ্তচরের সঙ্গে প্রেম, তথ্য পাচারের দায়ে গ্রেপ্তার সেনা জওয়ানে।Army jawan, honey-trapped by Pakistani agents, arrested in Rajasthan
তিনি অভিযোগ করেন, যে ব্যক্তি ফোন ধরেছিলেন, তিনি তাঁর ক্রেডিট কার্ডের নম্বর এবং মোবাইলের ওটিপি জানতে চান। কিছু বুঝে ওঠার আগেই কয়েক মিনিটের মধ্যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ ৪০ হাজার ৩১০ টাকা কেটে নেওয়া হয় । প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তিনি পুলিশের দ্বারস্থ হন । স্থানীয় থানা তৎপরতার সঙ্গে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ পেয়েই সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে পুলিশ। মোট ২ লক্ষ ২৭ হাজার ২০৫ টাকা পুলিশ উদ্ধার করতে পেরেছে বলে জানা গেছে ।
[খবর আজকাল এ আরো পড়ুন পশ্চিম বাংলায় আপের (AAP) সংগঠন বৃদ্ধিতে জোর । Aam Aadmi Party opens state office in Kolkata.
সূত্রেরখবর ওই টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার আগেই লেনদেন আটকানো সম্ভব হয়েছে।
এই প্রতারণা চক্রে কারা কারা জড়িত পুলিশ তদন্ত করে দেখছে।
।
Related Articles :-
0 মন্তব্যসমূহ