বলিউডের অভিনেত্রী হিসেবে যত না খ্যাতি, ততটাই তিনি বিখ্যাত, তার বিতর্কিত অনাধিকার চর্চা নিয়ে ।তিনি বরাবরই মোদির কাছের মানুষ হিসেবে পরিচিত । কারণ তিনি মোদির হয়ে বহু গলা ফাটিয়েছে । সামাজিক মাধ্যমে, বরাবরই বিজেপির হয়ে ব্যাট ধরেছেন , যার জন্য বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে ।
Image credit - Wikimedia Commons
এহেন কঙ্গনা যে এক দিন বিজেপিতে সরাসরি যোগ দেবেন সেটা এক রকম পরিষ্কার ছিল ।
কিন্তু সাংবাদিকদের প্রশ্নে বরাবরই সরাসরি বিজেপি তে যোগ দেওয়ার ব্যাপার টি এড়িয়ে গেছেন ।
সম্প্রতি কঙ্গনা রানাওয়াত, নিজের মুখেই রাজনীতিতে সরাসরি যোগ দানের ইচ্ছা প্রকাশ করেছেন ।
এবং ১২ ই নভেম্বর বিজেপি শাসিত হিমাচলে বিধানসভানির্বাচন । হিমাচলে প্রদেশের মেয়ে কঙ্গনা রানাওয়াত বলেন, আসন্ন নির্বাচনে বিজেপির হয়ে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। দল যদি তাঁকে টিকিট দেয় তাহলে হিমাচল প্রদেশের মান্ডি থেকে ভোটে লড়তে চান, বলে জানা গিয়েছে ।
[খবর আজকাল এ আরো পড়ুন এই শ্যাম্পুগুলিতে মিশেছে বেঞ্জিন নামের ক্যানসারের উপাদান, সরকার বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিলেন ।Unilever recalls Dove, Tresemme over cancer risk notice by FDA.
বিজেপি কঙ্গনা রানাওয়াত কে প্রার্থী করার বিষয়ে এখনও সবুজ সঙ্কেত দেয়নি। তবে তার আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন কঙ্গনা।
কঙ্গনার আরো বার্তা, “আমি চাই অন্যান্য যারা কঠোর পরিশ্রমী তারাও এগিয়ে আসুন। অনেকেই আছেন যারা খুবই পরিশ্রম করেন, আমি চাই তারাও এগিয়ে আসুক।”
কঙ্গনারানাওয়াত , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘মহাপুরুষ’ বলে আখ্যা দিয়ে তিনি বলেন, এটা খুব দুঃখের ব্যাপার যে প্রধানমন্ত্রী মোদী এবং রাহুল গান্ধী একে অপরের প্রতিপক্ষ, তবে মোদীজি খুব ভাল ভাবেই জানেন তাঁর সমান কেউ নেই।
[খবর আজকাল এ আরো পড়ুন ডায়াবিটিস এখন শিশুদের শরীরেও! কোন কোন লক্ষণ দেখলেই সতর্ক হতে হবে? Diabetes in Kids.
হিমাচল প্রদেশে নির্বাচনে এবার শাসক দল বিজেপি কে জোর টক্কর দিচ্ছে কেজরিওয়ালের আম আদমি পার্টি । হিমাচল প্রদেশ বিজেপি নেতাদের স্বজন পোষণ এবং দূর্নীতি নিয়ে আম আদমি পার্টি বরাবরই সোচ্চার ।এছাড়া আম আদমি পার্টি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন হিমাচল মানুষদের, এমনিতেই দিল্লির শিক্ষা এবং স্বাস্থ্য মডেল সারা সমাদৃত যা নিয়ে বিজেপি যথেষ্ট চাপে আছে বলে বিশেষজ্ঞদের ধারণা ।
এই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে কঙ্গনা রানাওয়াত বলেন, আম আদমি পার্টির মিথ্যে প্রতিশ্রুতিতে হিমাচল প্রদেশের মানুষরকে গলানো যাবে না। তারা নিজেরা সৌরশক্তি দিয়ে সবজি ফলায়। বিনামূল্যে জিনিস দেওয়ার প্রতিশ্রুতি হিমাচলবাসিদের উপরে কাজ করবে না।
প্রসঙ্গত দিল্লি কৃষক আন্দোলন নিয়ে টুইটারে হিংসা ছড়ানোর অভিযোগে গত বছরের মে থেকে কঙ্গনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে রেখেছে টুইটার। গত শুক্রবার থেকে টুইটারের দায়িত্ব নিয়েছেন টেসলার মালিক ইলন মাস্ক। এই নিয়ে কঙ্গনা ভিষন উৎফুল্ল ।তাই তিনি যে আবার টুইটারের ফিরবেন সেটা এক রকম পরিষ্কার , ।
এদিকে গত মে মাস থেকে টুইটার সাসপেন্ড করার পরে ইনস্টাগ্রামে ঘাঁটি গড়ে কিন্তু সেখানে ও মিথ্যা ছড়ানোর অভিযোগে তাকে তিন তিনবার সতর্ক করেছেন ইনস্টাগ্রাম ।
Related Articles :
0 মন্তব্যসমূহ