খবর আজকাল: দিল্লিতে আবগারি দফতরের দুর্নীতি নিয়ে তদন্ত করছে সিবিআই । এই দুর্নীতিতে আপ নেতা তথা দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়াকে দীর্ঘ নয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই ।জিজ্ঞাসাবাদের পর সিবিআই দফতর থেকে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন আপ নেতা মণীশ সিসৌদিয়া ।
প্রশ্নোত্তর পর্বের শেষে বাড়ি ফিরে সংবাদমাধ্যমের সামনে মণীশ বলেন, ''গত নয় ঘণ্টার প্রশ্নোত্তরের পরে আমি নিশ্চিত আবগারি দুর্নীতির যে মামলা রুজু হয়েছে তা ভুয়ো। ওই মামলা আবগারি নীতি বা দুর্নীতি নিয়ে নয়। লক্ষ্য হল আমি যাতে আপ ছেড়ে দিই।''
অভিযোগ জিজ্ঞাসাবাদ চলাকালীন তাকে দল ছাড়ার প্রস্তাব দেওয়া হয় । এবং তিনি আরও অভিযোগ যে ,আপ ছেড়ে বেরিয়ে বিজেপি তে যোগ দিলে , তাকে মুখ্যমন্ত্রী করা হবে এবং ভুয়ো মামলা থেকে রেহাই দেওয়া হবে । যা নিয়ে দিল্লির রাজনীতি তোলপাড় ।
যদিও বিজেপি নেতৃত্ব , মণীশ সিসৌদিয়ার এই বক্তব্য মানতে চাননি ।
pic credit - Wikimedia Commons
এমনিতে বিজেপির বিরুদ্ধে অভিযোগ, একাধিক রাজ্যে নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে সেই রাজ্যে বিজেপি সরকার গড়েছে , অতীতেও দিল্লি সরকারকে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে। এবং এখন সরকার ফেলতে সিবিআই এবং ইডি কে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ ।
এদিকে চাপে পড়ে সিবিআই কে বিবৃতি দিতে হয়েছে । সিবিআইয়ের দাবি জিজ্ঞাসাবাদ পর্ব আইন মেনে হয়েছে।
সিবিআই এর আরো দাবি, মণীশের জবাবে তারা আদৌও সন্তুষ্ট নন। দ্রুত তাঁকে ফের জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হবে বলে জানানো হয়েছে ।
অন্য দিকে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপের শীর্ষ নেতা অরবিন্দ কেজরীওয়াল টুইট করে জানান, ''আগামিকাল সকালে গুজরাতে নির্বাচনী প্রচার করতে যাবেন সিসৌদিয়া।''
আপ শিবিরের অভিযোগ, দিল্লি সরকারের শিক্ষা ও স্বাস্থ্য মডেল দিল্লিবাসীকে উল্লেখজনক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। গোটা দেশের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন । এই পরিস্থিতিতে মণীশ ও সত্যেন্দ্র জৈন (দিল্লির স্বাস্থ্যমন্ত্রী, দুর্নীতির অভিযোগে ছয় মাস ধরে জেলে বন্দি) গুজরাতে গিয়ে প্রচার চালালে বিজেপিকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তা রুখতেই প্রথমে সত্যেন্দ্রকে ও পরবর্তী ধাপে মণীশকে নিশানা করা হয়েছে।বলে অভিযোগ ।
কংগ্রেস নেতৃত্বেরঅভিযোগ, আপকে গুজরাট ভোটে সুবিধা করে দেওয়ার জন্য বিজেপির প্রধান প্রতিপক্ষ হিসেবে আপকে তুলে ধরতে বিজেপি -সিবিআই এই নাটক করছে।
কারণ কংগ্রেস অর আপ ভোট ভাগাভাগিতে আখেরে বিজেপির ই লাভ ।
অন্য দিকে , মণীশকে আজ স্বাধীনতা সংগ্রামী ভগত্ সিংহের সঙ্গে তুলনা করে কেজরীওয়াল টুইট করেন, ''স্বাধীনতার এ হল দ্বিতীয় লড়াই। মণীশ সিসৌদিয়া ও সত্যেন্দ্র জৈন হলেন আজকের ভগত্ সিংহ।''
যা নিয়ে বিজেপি এবং কংগ্রেস সুর চড়িয়েছেন ।
বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি বলেন, ''এই তুলনা ভগত্ সিংহ-সহ সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের জন্য অপমান।''
কংগ্রেসের নেতা তথা পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখজিন্দর সিংহ রণধাওয়া বলেন, ''যে ব্যক্তি স্বাধীনতা সংগ্রামের এবিসিডি জানেন না সেই দুর্নীতিগ্রস্ত সিসৌদিয়ার সঙ্গে ভগত্ সিংহের সঙ্গে তুলনা লজ্জাজনক।''
0 মন্তব্যসমূহ