খবর আজকাল :- প্রথমে,ফেসবুকে এক তরুণীর সঙ্গে আলাপ হয়েছিল এক যুবকের , তারপর ঘনিষ্ঠতা, তারপর বিয়ের সিদ্ধান্তও নেন তাঁরা । যুবক ভাবতো তার মতো তার প্রেমিকা ও তাকে পাগলের মতো ভালোবাসে । 

        Image credit -pexels.com  (প্রতীকী)

ভালোবাসার সুযোগ নিয়ে তরুনী ঐ যুবকের কাছে বিভিন্ন কারণ দেখিয়ে কয়েক ধাপে তার কাছ থেকে ৮০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন ।


টাকা পাওয়ার পরই ওই তরুণী বেপাত্তা হয়ে যান বলে জানা গিয়েছে , ঐ তরুণীর সঙ্গে কোনো রকম আর যোগাযোগ করতে পারেননি ।

         Image credit -pexels.com  (প্রতীকী)

ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রাজধানী ঢাকার তেজগাঁও থানা এলাকাতেই। প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই থানার দ্বারস্থ হন ওই যুবক।
 বিশেষ সূত্রে জানা গিয়েছে, গত ১৭ সেপ্টেম্বর তেজগাঁও থানায় প্রতারণার মামলা দায়ের করেন ওই যুবক ঐ তরুণীর বিরুদ্ধে । 


 অভিযোগে পাওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ। এবং তৎপরতার সঙ্গে অভিযুক্ত পুষ্পা আক্তার ওরফে আবিরা জাহান কলিকে গ্রেফতার করে পুলিশ ।


         Image credit -pexels.com ( প্রতীকী)

 তদন্তকারী অফিসারেরা জানতে পেরেছেন, এই ঘটনার নেপথ্যে একটি চক্র রয়েছে।এবং ওই চক্রের মুল পাণ্ড সুজন তালুকদার ওরফে শাওন নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের থেকে দু’টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ।


Related Articles :-