Image credit Wikimedia Commons
যা শুরু হতে চলেছে ১ নভেম্বর থেকে।
এই পরিবর্তনের ফলে টান পড়তে পারে আমার আপনার পকেটে,যদিও কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এই নিয়মগুলি বদলানোর ফলে সাধারণ মানুষেরই সুবিধাই হবে।
সে জন্য জেনে নিন কি কি পরিবর্তন হতে চলেছে ?
১। রানার গ্যাস নেওয়ার নিয়ম পরিবর্তন :-
রানার গ্যাস নেওয়ার ক্ষেত্রে বড় পরিবর্তন আনলো কেন্দ্র সরকার , এবার থেকে গ্যাস বুক করলে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি OTP আসবে, যে OTP নাম্বার সিলিন্ডার ডেলিভারি বয় কে জানানোর পরে আপনি গ্যাস সিলিন্ডার পাবেন ।গ্যাস সিলিন্ডার সংক্রান্ত যে কোনও দুর্নীতি রুখতে এই কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র।
[খবর আজকাল এ আরো পড়ুন ডায়াবিটিস এখন শিশুদের শরীরেও! কোন কোন লক্ষণ দেখলেই সতর্ক হতে হবে? Diabetes in Kids.
২।প্রধানমন্ত্রী কৃষক যোজনার নিয়মে বদল:-
এবার থেকে প্রধানমন্ত্রী কৃষক যোজনার পোর্টালে গিয়ে আধার নম্বর দিয়ে আর নিজেদের অ্যাকাউন্টের অবস্থা জানতে পারবেন না ভোক্তারা। এবার থেকে শুধুমাত্র নিজেদের রেজিস্টার করা মোবাইল নম্বর দিয়ে জানতে পারবে । এর আগে অ্যাকাউন্টের অবস্থা সম্পর্কে আধার নম্বর বা মোবাইল নম্বর দিয়েই জানা যেত ।
৩।বিমার KYC বাধ্যতামূলক :-
বিমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএ জানিয়েছে,
সব রকম বিমার ক্ষেত্রেই KYC বাধ্যতামূলক। এর আগে কেবল জীবন বিমার ক্ষেত্রেই KYC বাধ্যতামূলক ছিল।স্বাস্থ্য বা গাড়ির ক্ষেত্রে এক লক্ষ টাকা অর্থের বিমার উপরেও লাগত KYC।
১ নভেমবর থেকে সব ধরনের বিমার ক্ষেত্রেই বাধ্যতামূলক করা হলো KYC।
৪. দিল্লি এইমসে ডাক্তার দেখানোর নিয়মে বদল :-
দিল্লি এইমস-এ ১ নভেম্বর থেকে ওপিডি কার্ড করা যাবে একে বারে বিনা মূল্যে । যা আগে ১০টাকা করে নেওয়া হতো । রোগী দেখার জন্য যে ৩০০ টাকাকরে রোগীর কাছ থেকে
নেওয়া হতো, সেটা ও এখন থেকে আর লাগবে না।
৫।জিএসটি-তে বদল :-
জিএসটি রিটার্নের ক্ষেত্রেও বড়ো বদল আনলো কেন্দ্র সরকার ।এবার থেকে জিএসটি রিটার্নে বার্ষিক ৫ কোটি টাকা আয়ের করদাতাদের একটি চার সংখ্যার HSN কোড দিতে হবে।
যা আগে ছিল দুই সংখ্যার HSN কোড ।
৬. বিদ্যুতে ভর্তুকি :-
দিল্লিবাসীকে ২০০ ইউনিট অবধি বিনামূল্যে বিদ্যুৎ
দেওয়া হয় । এখন থেকে বিদ্যুতের ভর্তুকি পেতে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে । রেজিস্ট্রেশন না করলে বিনামূল্যে বিদ্যুত আর পাবেনা । এই নিয়ম চালু করা হবে ১ নভেম্বর থেকে ।
খবর আজকাল এ আরো পড়ুন
0 মন্তব্যসমূহ