Image credit -Getty Images/Barry King
শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব ।
মার্ক এডওয়ার্ড ফিশবাচ এর ইউটিউব চ্যানেলের নাম হল মার্কিপ্লায়ার।
এই মুহূর্তে মার্কের চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ৩ কোটি ৩০ লক্ষ। মার্ক এডওয়ার্ড ফিশবাচ এই চ্যানেলে তিনি তাঁর নিজের অভিনীত কমেডি শো এবং হরর গেমের পাশাপাশি, ভিডিও গেমের সমাধানের ভিডিও তৈরি করেন।
[খবর আজকাল এ আরো পড়ুন পশ্চিম বাংলায় আপের (AAP) সংগঠন বৃদ্ধিতে জোর । Aam Aadmi Party opens state office in Kolkata.
আর ওইসব ভিডিও থেকেই তিনি মোটা টাকা উপার্জন করে চলেছেন ।যদিও, কয়েকশো কোটি টাকা উপার্জন করলেও মানসিক শান্তি পাচ্ছেন না তিনি। বরং, এক কঠিন অপরাধবোধে ভুগছেন ।,সম্প্রতি একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে । সেখানে তিনি দাবি করেছেন, “আমি এত উপার্জন করছি বলে অপরাধবোধে ভুগি। আমার মনে হয়, ইউটিউব থেকে অর্থ উপার্জনের ক্ষেত্রে যে পদ্ধতি রয়েছে সেটির ভুলভাবে লাভ নিচ্ছি আমি। এতটা নাও হতে পারত।’’ ।
[খবর আজকাল এ আরো পড়ুন কেউ রাষ্ট্রপতি, কেউ প্রধানমন্ত্রী! ব্রিটেন ছাড়াও আরো এই দেশের রাষ্ট্র প্রধানরা ছিলেন ভারতীয় বংশোদ্ভূত।
পাশাপাশি এও বলেন যে, ‘‘এই সাফল্যকে অস্বীকার করার ক্ষমতা আমার মোটেও নেই। কিন্তু আমার বলতে একটুও দ্বিধা নেই যে, এত সাফল্য আমি কিন্তু চাইনি। আমি শুধু নিজের পছন্দের কাজ করতে চেয়েছিলাম, আর সেটা থেকে উপার্জিত অর্থে একটু ভালো থাকতে চেয়েছিলাম।’’
যদিও, প্রথম জীবনে অত্যন্ত অর্থকষ্টে ভুগতে হয়েছিল মার্ক এডওয়ার্ড ফিশবাচকে । ২০০৮ সালে তাঁর বাবা মারা যান।
[খবর আজকাল এ আরো পড়ুন ডায়াবিটিস এখন শিশুদের শরীরেও! কোন কোন লক্ষণ দেখলেই সতর্ক হতে হবে? Diabetes in Kids.
অন্য দিকে , গানবাজনার প্রতি তাঁর শখ থাকায় একটি গানের দলে ট্রাম্পেট বাজাতেন তিনি। সেখান থেকে ২০১২ সালের মার্চ মাস নাগাদ তিনি তাঁর প্রথম ইউটিউব ভিডিওটি পোস্ট করেন। সেখান থেকেই শুরু হয় তার পথ চলা । বর্তমানে তাঁর সম্পত্তির মূল্য প্রায় ৪০০ কোটি উপরে । এই মূহুর্তে ,তিনি ইউটিউব চ্যানেলের পাশাপাশি একটি নিজস্ব পোশাকের ব্র্যান্ডও চালু করে ফেলেছেন ।
তার আপাতত লক্ষ হল, তাঁর উপার্জিত অর্থ দিয়ে মানুষের জন্য ভালো কিছু করা , মানুষের অর্থ কষ্টে তাদের পাশে দাঁড়ানো এছাড়া তিনি তার অর্থ দিয়ে , ক্যানসার গবেষণা ও রূপান্তরকামীদের নিয়ে কাজ করতে চান ।
Related Articles :-
0 মন্তব্যসমূহ