খবর আজকাল :- এই মুহুর্তে আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে আলোচিত একটিই নাম , সেই নাম হল ঋষি সুনক, (Rishi Sunak) ব্রিটিনের প্রথম অশ্বেতাঙ্গ এবং হিন্দু প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন । এবং ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হতে চলেছেন ঋষি সুনক। 


            Image credit -britannica.com


এই ঘটনায় বেশ গর্বিত এবং আপ্লুত ভারতীয়রা। তার প্রধান কারণ তিনি এক জন ভারতীয় বংশোদ্ভূত এবং বিয়েও করেছেন ভারতের ইনফোসিসের কর্ণধার নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতার সঙ্গে । তার পরিবার ভারতেরর পাঞ্জাবের বাসিন্দা । স্বাভাবিক ভাবেই ভারতের গর্বের বিষয় ।  
তবে ব্রিটেন সহ সারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে ভারতীয় বংশোদ্ভূতরা রাজত্ব করেছেন । 
যেমন 

[খবর আজকাল এ আরো পড়ুন -

 1. পর্তুগাল – ১৯৭৮ সালে এই দেশের প্রধানমন্ত্রীর পদে বসেন আলফ্রেডো দ্যা কোস্টা।যিনি ছিলেন আপাদমস্তক এক জন ভারতীয় ।
 2 . মালয়েশিয়া – ১৯৮১ এবং ২০১৮ দুবার প্রধানমন্ত্রী পদে বসেন মহাতির মহম্মদ। মহাতির মহম্মদএকজন ভারতীয় বংশোদ্ভূত । 
 3 . সিঙ্গাপুর – ১৯৮১ সালে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি নির্বাচিত হন ভারতীয় বংশোদ্ভূত দেবন নায়ার। এরপর ১৯৯৯ সালে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হন এসআর নাথন। ইনারা দুই জন ই ভারতীয় বংশোদ্ভূত ছিলেন। 


 4 . ত্রিনিদাদ টোবাগো – এই দ্বীপ রাষ্ট্রটিতে ১৯৮৭ সালে রাষ্ট্রপতি হন নূর হাসান আলি। এরপর, ১৯৯৫ সালে প্রধানমন্ত্রী পদে বসেন বাসদেব পাণ্ডেএনারা দুজনেই ছিলেন ভারতীয় বংশোদ্ভূত । 5 . গুয়ানা – গুয়ানাতে ১৯৯২ সালে ছেদি জগন, ১৯৯৯ সালে ভারত জগদেব এবং ২০১১ সালে ডোনাল্ড রামোতার ক্ষমতায় আসেন । 
 6 . আয়ারল্যাণ্ড – ২০১৭ সালে ব্রিটেনের পাশের দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন ভারতীয় বংশোদ্ভূত লিও বরাডকর। 

 এই মুহুর্তেও বেশ কিছু রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান পদে বসে আছেন ভারতীয় বংশোদ্ভূতরা।  

      Image credit - whitehouse.gov


1. আমেরিকা – কমলা হ্যারিস(উপরাষ্ট্রপতি) ।
2. সিঙ্গাপুর – হালিমা ইয়কুব (রাষ্ট্রপতি) ।
3. পর্তুগাল – এন্টোনিও কাস্টা(প্রধানমন্ত্রী) ।
4. মরিশাস – প্রবীণ জুগন্নাথ(প্রধানমন্ত্রী) ।
5. মরিশাস – পৃথ্বীরাজ রূপন(রাষ্ট্রপতি) ।
6 . সূরীনাম – চন্দ্রিকা প্রসাদ ওরফে চান সন্তোখী (রাষ্ট্রপতি) ।
7. গুয়ানা – মহম্মদ ইরফান আলি(রাষ্ট্রপতি)  ।
8. সেশেল্স – বেবেল রামখেলাওয়ান(রাষ্ট্রপতি)। 9. গুয়ানা – ভারত জগদেব(উপরাষ্ট্রপতি) 


Related Articles :-