খবর আজকাল:- বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই মাইক্রো ব্লগিং সাইট টুইটার (Twitter) অধিগ্রহণ করেছেন এখনও এক সপ্তাহ হয়নি, তার মধ্যেই , টুইটার ব্যাবহারকারিদের জন্য খারাপ খবর শোনালেন টুইটার মালিক ইলন মাস্ক (Elone Musk)।
   Image credit -India Today

 টুইটার অধিগ্রহণ করেই ইলন মাস্ক , ঘোষণা করেছেন যে, এই মাইক্রো ব্লগিং সাইটের ভেরিফিকেশন ও মোডিফিকেশন পদ্ধতিতে সম্পূর্ণ রকম বদল করা হবে ।জনপ্রিয় এই মাইক্রো ব্লগিং সাইটটি নতুন করে সাজাতে চলেছেন ।কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে টুইটারে এবার থেকে ‘ব্লু টিক’তকমা পেতে হলে বা বজায় রাখতে হলে এবার থেকে ২০ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রতি মাসে ১৬০০ টাকা খরচ করতে হবে ।এই পরিমাণ টাকা খরচ করে সাবস্ক্রাইব করতে হবে তার পরেই ‘ব্লু টিক’তকমা বজায় থাকবে ।যার কারনে সীমিত হতে পারে ব্লুটিক ব্যবহারকারীর সংখ্যা।
   Image credit -James Duncan Davidson

তবে ব্লুটিক ব্যবহারকারীরা আগের থেকে বেশ কিছু বাড়তি সুযোগ সুবিধা পাবেন বলে জানা গিয়েছে, যেমন, আগে পোস্ট এডিট বা আনডু করা যেত না। এবার থেকে ব্লুটিকব্যবহারকারীরা এই সুবিধা পাবেন । তবে যারা ইতিমধ্যেই ব্লুটিক পেয়েছেন তারা আগামী ৯০ দিনের মধ্যে সাবসক্রাইব করে নিতে হবে । 
প্রসংগত ২০২২ সালের ৩১ জানুয়ারি টুইটার অধিগ্রহণের পরিকল্পনায় নামেন মাস্ক।মার্চের মধ্যে টুইটারের ৫ শতাংশ শেয়ার কিনে নিয় তার পর এপ্রিলে মাস্ক ঘোষণা করেন, ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনতে চলেছেন।২৭ অক্টোবর রাতে মাস্ক টুইটার অধিগ্রহণ করে ।



খবর আজকাল এ আরো পড়ুন