খবর আজকাল: গাড়ি  আকাশে উড়তে দেখা যাবে  , হ্যা ঠিক ই শুনেছেন  গাড়ি এবার আকাশ পথেই আপনার গন্তব্যে পৌঁছে দেবে ।
এমনটাই উদ্যোগ নিয়েছে দুবাই প্রশাসন ।দুবাই চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর ওমর আবদুল আজিজ আলখান জানিয়েছেন , 'এই উড়ন্ত গাড়ি একটি বিলাসবহুল পরিষেবা হতে চলেছে। যাদের সামর্থ্য আছে, যারা নতুন ধরণের অভিজ্ঞতা সঞ্চয় করতে চাইছেন, তাদের জন্য এই উড়ন্ত গাড়ি উপযুক্ত উদাহরণ'।
    Pic credit -Gogle image / WriteCaliber

এই উড়ন্ত গাড়িটি তৈরি করেছে এক্সপেং ইনকর্পোরেটেড নামে একটি বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা । গণপরিবহনের ক্ষেত্রে এটি একটি যুগান্তরকারী আবিষ্কার বলে বর্ণনা করা হয়েছে।
এই গাড়িটির বৈশিষ্ট্য হল, এই উড়ন্ত গাড়িতে থাকছে ৪টি প্রপেলার , গাড়ির মধ্যে ২ জনের বসার ব্যবস্থা থাকছে। এছাড়াও এই গাড়িগুলির আরও  একধিক বৈশিষ্ট্য আছে বলে জানা গিয়েছে । এই গাড়িটি ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে উড়তে পারে। এবং গাড়িটি প্রায় ৫০০ কেজি পর্যন্ত লোড তুলতে পারে।  হেলিকপ্টারের মতো এই গাড়িটি টেক অফ এবং ল্যান্ডিং করতে পারবে। দুবাইয়ের এই উড়ন্ত গাড়িটি সম্পূর্ণ বৈদ্যুতিক। এবং পরিবেশের কথা মাথায় রেখে এই গাড়িটি তৈরি করা হয়েছে। এই উড়ন্ত গাড়ি পরিবহন ছাড়াও অন্যান্য কাজে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে জানাচ্ছেন কর্মকর্তারা 

   আকাশ পথে এই গাড়ি কতটা নিরাপদ? প্রশ্ন তুলেছেন  বিশেষজ্ঞরা। এসব প্রশ্ন দূরে সরিয়ে রেখে আপাতত কর্মকর্তারা ব্যাস্ত দুবাইয়ে এই পরিষেবা বাস্তবায়ন করতে । সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দুই বছরের মধ্যে দুবাইয়ের আকাশে এই গাড়িটিকে উড়তে দেখা যাবে বলে আশা করা হচ্ছে ।