এদিকে তৃণমূল নেতাদের দূর্নীতি নিয়ে রাজ্য রাজনীতি
উত্তাল । কংগ্রেস ,বিজেপি এবং সিপিএম সহ বিরোধীরা উঠেপড়ে লেগেছে, তৃণমূল কে কোন ঠাসা করতে । ঠিক মোক্ষম মুহূর্তে তৃণমূল মহিলাদের মনজয়ের লক্ষ্য, ‘চলো গ্রামে যাই’ কর্মসূচি নিয়ে মাঠে নামছে।
একটাই উদ্দেশ্য মহিলা ভোট টানা।
দুর্নীতিতে নাম জড়িয়েছে দলের একের পর এক হেভি ওয়েট নেতা ।সেই আবহে বিরোধীদের লাগাতার
আক্রমণে যখন তৃণমূল কোন ঠাসা হচ্ছে, ঠিক তখনই পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে দিল শাসক দল তৃণমূল কংগ্রেস ।আসন্ন পঞ্চায়েত ভোটে মহিলা ভোটকেই এই মুহূর্তে তারা পাখির চোখ করছে । তার জন্য ,‘চলো গ্রামে যাই’ কর্মসূচি চালু করছে মহিলা তৃণমূল , বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে নামছেন বুথভিত্তিক মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
[খবর আজকাল এ আরো পড়ুন পশ্চিম বাংলায় আপের (AAP) সংগঠন বৃদ্ধিতে জোর । Aam Aadmi Party opens state office in Kolkata.
এ রাজ্যের ৩ হাজার ৩৪২টি পঞ্চায়েতের প্রতিটা কেন্দ্রে মহিলা তৃণমূলের ‘পঞ্চায়েতি সভা’ হবে ।
এ রাজ্যে মোট ভোটার ৭ কোটি ২০ লক্ষ। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা প্রায় সাড়ে ৩ কোটি, অর্থাৎ ভোটারের ৪৯ শতাংশ।
তাই রাজ্যের প্রায় ৪৯ শতাংশ মহিলা ভোটারের মন জয়ে প্রচার নামছে তৃণমূল।
[খবর আজকাল এ আরো পড়ুন পাকিস্তানি গুপ্তচরের সঙ্গে প্রেম, তথ্য পাচারের দায়ে গ্রেপ্তার সেনা জওয়ানে।Army jawan, honey-trapped by Pakistani agents, arrested in Rajasthan
ফেব্রুয়ারি অথবা এপ্রিলে পঞ্চায়েত ভোটের সম্ভাবনা রয়েছে।
পুজো মিটতেই তাই প্রচারে নামছে তৃণমূল।
লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী থেকে স্বাস্থ্য সাথী, মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক স্বপ্নের প্রকল্পের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত নারীরা! বিধানসভা ভোটের প্রচারেও তৃণমূলের মূল সুরও ছিল...'বাংলা নিজের মেয়েকেই চায়’।
[খবর আজকাল এ আরো পড়ুন ডায়াবিটিস এখন শিশুদের শরীরেও! কোন কোন লক্ষণ দেখলেই সতর্ক হতে হবে? Diabetes in Kids.
সেই সুর ধরেই যখন পঞ্চায়েত নির্বাচন যখন এগিয়ে আসছে তার আগে ‘চলো গ্রামে যাই ’ কর্মসূচি নিয়ে মাঠে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস।
এই কর্মসূচির লক্ষ , বুথ স্তরের মহিলা তৃণমূলের কর্মীরা, বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলবেন। মহিলাদের যে প্রকল্পগুলি তার সুবিধা নিয়ে কথা বলবে , প্রকল্পগুলি সুবিধা থেকে কেউ বঞ্চিত হলে তার সুবিধা পাওয়ার ব্যবস্থা ঐ মহিলা তৃণমূলের কর্মীরা করবেন ।
[খবর আজকাল এ আরো পড়ুন রং নম্বরে থেকে প্রেম, সম্পর্কে থেকে বেরিয়ে আসতে চাওয়াতেই খুন বিধবা ! An widow allegedly murdered by lover as the lady wants break up .
কেন্দ্রের মোদি সরকারের বঞ্চনার বিষয়টিও প্রচারে তুলে ধরা হবে বলে জানা গিয়েছে ।১ নভেম্বর থেকে তিন ধাপে হবে প্রচার। প্রায় আড়াই মাস ধরে চলবে এই কর্মসূচি।
Related Articles :-
0 মন্তব্যসমূহ