খবর আজকাল :- নিজের পরিচিত ছন্দে ফিরেছেন বিরাট কোহলি , গত এক বছর অফ ফর্মে কাটানোর আবার ও বিরাট কোহলি, তার পুরানো ছন্দে ফিরেছেন ।গত আগস্ট মাসে এশিয়া কাপ থেকে শুরু করে তারপর চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ, টি-টোয়েন্টি ক্রিকেটে একের পর এক অস্মরণীয় ইনিংস খেলে চলেছেন বিরাট কোহলি । এশিয়া কাপে তিনি দ্বিতীয় সর্বোচ্চ ও রান সংগ্রহ করেছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া দৌড়ে রয়েছেন এখনও পর্যন্ত। 

           Image credit - Rediff.com

বিরাট কোহলি এখনও পর্যন্ত ৪টি ম্যাচ খেলে রান করছেন ২২০ সর্বোচ্চ রান ৮২ নট আউট । অধিনায়ক রোহিত শর্মাকে পিছনে ফেলে , টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠেছেন বিরাট কোহলি এই মুহূর্তে অফ ফর্ম থাকা রহিত শর্মা থেকে প্রতিটি ম্যাচে বিরাট কোহলি রোহিত শর্মা থেকে রানের ব্যবধান বাডিয়ে তুলছেন ।এখন একপ্রকার নিশ্চিত হয়েই বলা যায় যে দুজনের কেরিয়ারের শেষে টি-টোয়েন্টি ফরম্যাটেও রোহিত শর্মার থেকে রান সংখ্যার দিক দিয়ে বেশ কিছুটা এগিয়ে থাকবেন বিরাট কোহলি । 
এদিকে শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনেকে পিছনে ফেলে বিরাট কোহলি এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠেছেন। প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১০১৬ রান করেছেন । সেখানে বিরাট কোহলি করছেন ২৫টি ম্যাচ খেলে ১০৪৭ রান।



 এবার বিরাট কোহলি সচিন টেন্ডুলকারকেও পেছনে ফেলে দিয়েছেন। সব রকমের ফরম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে সচিনের রান সংখ্যা ৩৩০০। চলতি বিশ্বকাপে ভারতের চতুর্থ ম্যাচের পর এখন পর্যন্ত সচিনের এই মোট রান সংখ্যাকে টপকে গিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট। বিরাট কোহলি মোট রান সংখ্যা ৩৩৫০।

 চলতি T20 বিশ্ব কাপে সেরা ৫ রান শিকারী । 

 ১। বিরাট কোহলি ,ম্যাচ ৪টি ,রান ২২০, সর্বোচ্চ ৮২ রান [ভারত]

                 Image credit - Rediff.com


 ২।ম্যাক্সওয়েল ও ডোওড ম্যাচ ৭টি ,রান ২১৩, সর্বোচ্চ ৭১ রান [নেদারল্যান্ডস] 
                 Image credit - Twitter


৩।কুসাল মেনডিস ম্যাচ ৭টি, রান ২০৫ ,সর্বোচ্চ ৭৯ [শ্রীলঙ্কা ]

               Image - Facebook

 ৪। লোরকান টুককের ম্যাচ ৬, রান ১৯১, সর্বোচ্চ ৭১ [আয়ারল্যাণ্ড ]
             Image credit -   ESPNcricinfo

 ৫। গ্লেন ফিলিপস ম্যাচ ৪টি, রান ১৯৫, সর্বোচ্চ রান ১০৪ [নিউজিল্যান্ড]
              Image credit - Times of India


 টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ রানশিকারিদের 
তালিকা 

১) বিরাট কোহলি (ভারত)- ১০৪৭ রান ২৫ ম্যাচে।  
২) মাহেলা জয়বর্ধনে (শ্রীলঙ্কা)- ১০১৬ রান ৩১ 
ম্যাচে।
 ৩) ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)- ৯৬৫ রান ৩৩ ম্যাচে।
 ৪) রোহিত শর্মা (ভারত)- ৯০৪ রান ৩৫ ম্যাচে ।  

৫) তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা)-৮৯৭ রান ৩৫ ম্যাচে। 


খবর আজকাল এ আরো পড়ুন