কারন তৃণমূল হেব্বি ওয়েট নেতারা দূর্নীতিতে জড়িয়ে পড়েছেন । এদিকে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গেছে । তাই কোন ঠাসা সরকারের অক্সিজেন পেতে দুয়ারে সরকার শিবির কে পাখির চোখ করেছে মমতার ব্যানার্জির সরকার ।
দুয়ারে সরকার শিবিরগুলি নিয়ে যাতে মানুষের কোন অভিযোগ না থাকে, তার জন্য কঠোর নজর রাখতে নির্দেশ দিয়েছেন নবান্ন ।
প্রসঙ্গত এই শিবিরে ২৭ টি জনমুখী প্রকল্পের সুবিধার জন্য আবেদন জমা নেওয়া হবে এবার নতুন দুটি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন জমা নেওয়া হবে ।জমির পাট্টা ও বিদ্যুৎ সংযোগের জন্য আবেদনের সুবিধাও পাওয়া যাবে এই শিবিরে ।এমনকী, কারও যদি কোন রকম অভিযোগ থাকে, তাহলে তাও জানানো যাবে দুয়ারে সরকারের ক্যাম্পেই।
[খবর আজকাল এ আরো পড়ুন সিত্রাংয়ের রেশ কাটতে না কাটতেই ফের ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড়!Cyclonic Storm Mandous:
এই শিবির মঙ্গলবার থেকে শুরু হয়েছে চলবে ৩০এ নভেম্বর পর্যন্ত । এবং পরিষেবা সংক্রান্ত সমস্ত আবেদনের নিষ্পত্তি করতে হবে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে। সমস্ত
জেলাশাসকদের তেমনই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
এদিকে
পরিচয় গোপন রেখে এবার 'দুয়ারে সরকার'র ক্যাম্পে হাজির খোদ পূর্ব মেদিনীপুরের জেলাশাসক। সাধারণ মানুষের অভিযোগ ও শুনলেন তিনি। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের ময়না।পূর্ব মেদিনীপুরের ময়না এক নম্বর পঞ্চায়েত এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পে আসেন জেলা শাসক পূর্ণেন্দু মাজি, কোন রকম নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই, সাধারণ পোশাকে, একেবারেই সাধারণ মানুষেরমত করে , কেউ বুঝতেই পারনি, সরকারি আধিকারিকরা নিজের মত করে কাজ করছিলেন ।
জেলাশাস সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনলেন, এক ব্যক্তি অভিযোগ করেন, জমি নিজের নামে নথিভুক্ত করার জন্য নানাভাবে ঘোরানো হচ্ছে তাঁকে! এই কথা শুনে
সংশ্লিষ্ট বিভাগের আধিকারিককে ধমক দেন জেলাশাসক। বলেন, 'সাধারণ মানুষের সুবিধার জন্যই দুয়ারে সরকার ক্যাম্প করা হচ্ছে। মানুষকে কেন হয়রান করছেন? একটু মানবিক হতে পারেন না! ভবিষ্যতে এমন করলে, কড়া পদক্ষেপ করা হবে'।
[খবর আজকাল এ আরো পড়ুন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ চারের আশা জিইয়ে রাখল পাকিস্তান।PAK vs SA | T20 World Cup 2022:
এদিকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নুতন নির্দেশিকা জারি করেছে প্রশাসন ,সংবাদ সুত্রে জানা গিয়েছে
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে উপভোক্তাদের আধার কার্ডও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক করা হয়েছে।এক ই সঙ্গে বিধবারাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন ।সঙ্গে আগের মতোই বিধবা ভাতাও পাবেন তাঁরা।
শুধু তাই নয়, চাষের জমির উপর দিয়ে যদি বিদ্যুৎ তার যায়, সেক্ষেত্রে ফসলের জন্য কৃষককে ক্ষতিপূরণ দেবে সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
খবর আজকাল এ আরো পড়ুন
0 মন্তব্যসমূহ