Image credit -Wikimedia Commons
শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তৃণমূলের কাছে পরাজিত হয় ভারতীয় জনতা পার্টি। তার পর থেকেই যত নির্বাচন হয়েছে বিজেপি কে পরাজয় স্বীকার করতেবাধ্য হয়েছে। এদিকে দলের ভিতর গোষ্ঠী কোন্দল চরমে পৌঁছেছে ।বিশেষত আদি বনাম নব্য দ্বন্দ্বে বেহাল পরিস্থিতি বিজেপি দলের অন্দরে ।
পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর কেন্দ্রে কয়েক শত নেতা,কর্মী কে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে দেখা গেল । বিক্ষুব্ধ এক নেতা বলেন
গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম নির্বাচনে
মমতা বন্দ্যোপাধ্যায়ক বিরুদ্ধে যে শুভেন্দু অধিকারীর যে জয়লাভ, সেটা শুভেন্দু অধিকারী, একার দারা সম্ভব হয়নি, তারা বলেন “নন্দীগ্রামে যে সকল বিজেপি কর্মীরা ছিল, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে। শুভেন্দু অধিকারীর একার কৃতিত্ব কখনো হতে পারে না। তবে আমি এখন বলতে চাই, পরবর্তী সময় আর কোনদিন নন্দীগ্রামের বুকে জয়লাভ করতে পারবেন না শুভেন্দু অধিকারী।”
কর্মীদের ভাষা দেখে বোঝা যাচ্ছে, আদি বনাম নব্য লড়াই কতটা প্রকট আকার ধারণ করেছে ।
তৃণমূলের দূর্নীতি নিয়ে জিজ্ঞাসা করলে এক বিজেপি নেতা বলেন, , ' চাকরি চোর বিজেপিতেই রয়েছে অনেক '।
[খবর আজকাল এ আরো পড়ুন ডায়াবিটিস এখন শিশুদের শরীরেও! কোন কোন লক্ষণ দেখলেই সতর্ক হতে হবে? Diabetes in Kids.
অন্য দিকে মেদিনীপুরের গডে শুভেন্দু অধিকারী কে ধরাশায়ী করতে তৃণমূল দায়িত্ব দিয়ে পাঠিয়েছে তৃণমূলের সেনাপতি কুনাল ঘোষ কে ।
শুভেন্দু গড়ে তৃণমূল কংগ্রেস দলের সাংগঠনিক দায়িত্বে সম্প্রতি নিয়ে আসা হয়েছে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে।
এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “আমি সর্বদাই দলের হয়ে কাজ করেছি এবং অনুগত থেকেছি। দলের খারাপ সময়ও দলের পাশে থাকার চেষ্টা করেছি সর্বতোভাবে। দল আমায় এর আগেও নানান দায়িত্ব দিয়েছেন , আর এইবারের দায়িত্বও আমি মাথা পেতে নিয়েছি। পিছিয়ে যেতে চাই নি।”
কুণাল যোগ করেন , “দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমায় শুধু হলদিয়া নয়, পূর্ব মেদিনীপুরের প্রত্যেকটি মানুষের মধ্যে সমন্বয় স্থাপনের দায়িত্ব দিয়েছেন এবং আমি তা যথাযথভাবে পালন করব।”
ইতি মধ্যে তাদের মধ্যে বাক যুদ্ধ শুরু হয়ে গেছে ।
বিশেষ সূত্রে জানা গিয়েছে বিক্ষুব্ধ কর্মীরা
তৃণমূলে যোগ দিতে পারেন । তারা নাকি কুনাল ঘোষের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন । যদিও মেদিনীপুর জেলা বিজেপি এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি ।
বর্তমানে তৃণমূল কংগ্রেসের হেভি ওয়েট নেতারা দূর্নীতি জড়িয়ে পড়েছেন , তার মধ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুভেন্দুর গড়ে কুণাল ঘোষকে দায়িত্ব দিয়েছে দল। তারপর শুভেন্দুর গড়ে পুরনো বিজেপি কর্মীদের ক্ষোভ প্রকাশ করে, দল ছাড়ার বার্তা রাজ্য রাজনীতি উত্তাল ।
খবর আজকাল এ আরো পড়ুন
0 মন্তব্যসমূহ