খবর আজকাল :- মমতা ব্যানার্জির সরকারের সব থেকে জনপ্রিয় প্রকল্প দুয়ারে সরকার। আগামী বছর এপ্রিল-মে মাসে পঞ্চায়েত ভোটের সম্ভাবনা । আর রাজ্যের ২২টি জেলাতে হবে পঞ্চায়েত ভোট। তার আগে ২৭টি জনমুখী পরিষেবা জনতার কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর তৃণমূল সরকার। 
      Image credit -Wikimedia Commons
  
 তৃতীয় বার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রত্যাবর্তনে বড় ভূমিকা নিয়েছিল দুয়ারে সরকার কর্মসূচি। আর তাই মঙ্গলবার থেকে শুরু হয়েছে পঞ্চম দুয়ারে সরকার আর শেষ হবে আগামী ৩০ এ নভেম্বর ।২৭টি জনমুখী প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে শুরু করেছে পঞ্চম দুয়ারে সরকার শিবির । এ বারের শিবির থেকে প্রথম জমির পাট্টার জন্য আবেদন গ্রহণের পরিষেবা চালু হচ্ছে। কৃষিকাজ এবং বাসস্থান নির্মাণ, দুই ক্ষেত্রেই পাট্টার আবেদন নেওয়া হবে দুয়ারে সরকার শিবিরে। 
 একই সঙ্গে নতুন করে বিদ্যুৎ সংযোগের বিষয় টি আবেদন জমা নেওয়া হবে এ বারের দুয়ারের সরকার-এর শিবিরে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী গত শনিবার পঞ্চম দুয়ারে সরকার-এর প্রস্তুতি খতিয়ে দেখেন , সমস্ত দফতরের সচিবদের পাশাপশি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জেলাশাসক, মহকুমা শাসকরা এবং বিডিও । বৈঠকেই নির্দেশ দেওয়া হয়েছে, পরিষেবা সংক্রান্ত সমস্ত আবেদনের নিষ্পত্তি করতে হবে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে।

[খবর আজকাল এ আরো পড়ুন 

নতুন করে পাট্টা পাওয়ার যোগ্য উপভোক্তাদের নামের তালিকাও ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যেই তৈরি করে ফেলতে হবে। এক ই সঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য বেশ কিছু নতুন নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভান্ডার-সহ অন্যান্য প্রকল্পের সুবিধা পেতে উপভোক্তাদের আধার কার্ডও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক, । প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ড থাকা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে নবান্ন। প্রসঙ্গত ২০২১ সালের বিধানসভা ভোটের আগে প্রথম বার রাজ্যে শুরু হয়েছিল দুয়ারে সরকার কর্মসূচি । যার ফায়দা তৃণমূল নিয়েছিল বিধান সভা ভোটে । সামনে পঞ্চায়েত নির্বাচন কে পাখির চোখ করে তাই শুরু করেছে পঞ্চম দুয়ারে সরকার । ।


খবর আজকাল এ আরো পড়ুন