Image -credit pexels.com
স্মার্টফোন কি হয় না, আর কী করা যাই না ?এখন স্মার্টফোন থেকে সবকিছু করা যায়। আর সব করানো জন্য, নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট অ্যাপ ও আছে । আর এর মধ্যেই কিছু কিছু অ্যাপ
আছে, যার কারণে আমাদের স্মার্টফোনের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ ব্যাটারি , দ্রুত নষ্ট হয়ে যাই ।
Image credit- pexels.com
ইতিমধ্যেই পিক্লাউড একটি প্রতিবেদনে এমন 20টি অ্যাপের কথা বলেছেন যা আমাদের ফোনের ব্যাটারিকে তাড়াতাড়ি নষ্ট করে দিতে পারে ।এতে কিছু ডেটিং অ্যাপও রয়েছে।
চলুন জেনে নেওয়া যাক এই ব্যাটারি ঘাতক অ্যাপ গুলির ব্যাপারে…
এই 20টি অ্যাপ সবচেয়ে বেশি ব্যাটারি নষ্ট করে:
পিক্লাউডের গবেষণায় এমন ১০০টি অ্যাপ বাছাই করা হয়েছে, যেগুলো প্রচুর পরিমাণ ব্যবহার করা হয়। কিন্তু এর মধ্যে ২০টি অ্যাপ এমন হয়েছে যেগুলো বেশি ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট করে।
এই 20টি অ্যাপগুলি হল :-
[খবর আজকাল এ আরো পড়ুন চলো গ্রামে যাই’ কর্মসূচি নিয়ে মাঠে নামছে তৃণমূল কংগ্রেস । লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন।TMC women leaders will visit villages to interact before Panchayat ...
Tinder,Bumble,Grinder,Amazon, Telegram,
Fitbit, Verizon, Uber, Skype, Facebook, Airbnb, Bigo Live, Instagram, Snapchat, WhatsApp, Zoom, YouTube, Booking.com, Like এবং LinkedIn।
পিক্লাউডের গবেষণায় জানা গেছে যে অনলাইন ডেটিং অ্যাপগুলি আপনার ফোনের ব্যাটারি খুব দ্রুত নষ্ট করে।
[খবর আজকাল এ আরো পড়ুন ফেসবুকে , প্রেমের ফাঁদে পা দিয়ে যুবক খোয়ালেন ৮০ লক্ষ টাকা ।
গবেষণায় আরো জানা গিয়েছে যে ,Tinder, Bumble এবং Grinder-এর মতো অনলাইন ডেটিং অ্যাপগুলি সব থেকে বেশি ব্যাটারি নষ্ট করে। অন্যদিকে,তিনটি ডেটিং অ্যাপে ডার্ক মোড উপলব্ধ নেই,তাই সেগুলি ব্যবহার করার সময় আরও শক্তির প্রয়োজন হয়, যা দ্রুত ব্যাটারি নষ্ট করে।
Related Articles :-
0 মন্তব্যসমূহ